করোনা মোকাবিলায় মডেল ডায়মন্ড হারবার, এবার সাংসদ অভিষেকের প্রশংসায় মুকুল

0
1

বর্তমান পরিস্থিতিতে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই মতামত জানিয়েছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কোভিড সংক্রমণ রুখতে ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে তুলে ধরছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মতামতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারও।

এবার ডায়মন্ড হারবারের সাংসদের মতামতকে সমর্থন করে টুইট করলেন তৃণমূল নেতা মুকুল রায়। তিনি লিখেছেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর নির্দেশিকা প্রয়োগ করে এলাকার মানুষদের যেভাবে যত্ন নিচ্ছেন তা দেখে আমি খুশি। জনগণকে সাহায্য করার জন্য তার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসনীয়।’

প্রসঙ্গত, অভিষেকের ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছে মেগা কন্ট্রোল রুম (Control Room)। শুরু হয়েছে ডক্টরস অন হুইল। চলছে চেকিং ও ডবল মাস্ক (Mask) অভিযান। কমেছে পজিটিভিটি রেট। যা পথ দেখাচ্ছে গোটা বাংলাকে। পাশাপাশি বুধবার, স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে ৩০ হাজার কোভিড টেস্টের লক্ষ্যমাত্রা নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন- Covid Test: মডেল ডায়মন্ড হারবার: স্বামীজির জন্মদিনে হবে ৩০ হাজার কোভিড টেস্ট