IPL: ঠিক হয়ে গেল আইপিএল নিলামের দিন, হতে চলেছে এই তারিখে

0
1

ঠিক হয়ে গেল ২০২২ আইপিএলের ( IPL) নিলামের দিনক্ষন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএলের এই মেগা নিলাম। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন আইপিএলের চেয়ারম‍্যান ব্রিজেশ প‍্যাটেল (Brijesh Patel)।

মঙ্গলবার ছিল আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন যে, মেগা নিলামের আগে লখনউ ও আহমেদাবাদকে খেলোয়াড় নির্বাচন এবং অতিরিক্ত প্রস্তুতির জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ব্রিজেশ প্যাটেল বলেন,”লখনউ এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে বিধিসম্মত ছাড়পত্র দেওয়া হয়েছে। ড্রাফট চূড়ান্ত করার জন্য তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম হবে।”

আরও পড়ুন:Washington Sundar: করোনায় আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, অনিশ্চিত প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে