Sc EastBengal: শাস্তি কমল না পেরোসিভিচের, আপিল কমিটির বৈঠকে গড় হাজির লাল-হলুদ ম‍্যানেজমেন্ট

0
1

শাস্তি কমল না এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal) ফুটবলর আন্তোনিও পেরোসেভিচের (AntonioPerosevic) । গত সোমবার শোনা গিয়েছিল পাঁচ ম‍্যাচের বদলে হয়তো কিছুটা শাস্তি কমতে চলেছে লাল-হলুদের এই তারকা বিদেশি ফুটবলারের। কিন্তু সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্টের কিছু ভুলের জন‍্য পাঁচ ম্যাচ নির্বাসন ও এক লক্ষ টাকা জরিমানাই বহাল থাকল পেরোসেভিচের জন‍্য।

আন্তোনিও পেরোসেভিচের শাস্তি কমানোর আবেদন করেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই মত সোমবার রাতে আপিল কমিটি বৈঠক ডেকে ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আপিল কমিটি সেই আবেদন খারিজ করে দেয় এবং পুরোনো সিদ্ধান্ত বহাল রাখে। ফলে পাঁচ ম্যাচ নির্বাসন ও এক লক্ষ টাকা জরিমানাই বহাল থাকল পেরোসেভিচের জন্য।

আরও পড়ুন:New Zealand: ইতিহাস গড়া হল না বাংলাদেশের, কিউয়িদের বিরুদ্ধে এক ইনিংস এবং ১১৭ রানে হারল লিটনরা