Ipl: আইপিএলে নতুন স্পনসর, জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

0
3

আইপিএলের( IPL) নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ। স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে চিনা মোবাইল সংস্থা ভিভো। মঙ্গলবার এমনটাই জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ব্রিজেশ প‍্যাটেল বলেন,” এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএলের স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ।”

২০২০ সালে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের জেরে সরে দাঁড়ায় ভিভো, এবং সেই সময় আইপিএলের স্পনসর হয় একটি অনলাইন গেমিং অ‍্যাপ ড্রিম ইলেভেন। তবে ২০২১ সালে আবারও ফিরে আসে ভিভো। তবে ২০২২ সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএলের স্পনসর হতে চলেছে বলে জানান ব্রিজেশ। আর ফলে টাটার আগমণের জেরে, আগামী ২০২২ ও ২০২৩ মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর হবে টাটা।

২০২২ সালে আইপিএল হতে চলেছে দশ দলের। আমদাবাদ এবং লখনউ দু’টি নতুন দল যোগ দিয়েছে এ বারে। ১১ এবং ১২ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম হওয়ার কথা।

আরও পড়ুন:Sc EastBengal: শাস্তি কমল না পেরোসিভিচের, আপিল কমিটির বৈঠকে গড় হাজির লাল-হলুদ ম‍্যানেজমেন্ট