New Zealand: ইতিহাস গড়া হল না বাংলাদেশের, কিউয়িদের বিরুদ্ধে এক ইনিংস এবং ১১৭ রানে হারল লিটনরা

0
1

ইতিহাস গড়া হল না বাংলাদেশের( Bangladesh)। বাংলাদেশ-নিউজিল‍্যান্ডের দ্বিতীয় টেস্টে ( Bangladesh-New Zeala 2nd Test) এক ইনিংস এবং ১১৭ রানে জিতল কিউয়ারা। এরফলে দুই টেস্ট ম‍্যাচের সিরিজের ফলাফল ১-১। নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। কাজে এল না লিটন দাসের শতরানও।

বাংলাদেশ-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫২১ রান করে কিউয়িরা। জবাবে ব‍্যাট করতে নেমে ১২৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ৩৯৫ রানের বিশাল লিড নেয় কিউয়িরা। বাংলাদেশকে ফলো অন করতে আহ্বান জানায় নিউজিল্যান্ড। ফলো অন করানোর পরে ব্যাট করতে নেমে মাত্র ২৭৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের হয়ে লড়াই চালান লিটন দাস। শতরান করেন লিটন। ১০২ রানের ইনিংস খেলেন লিটন। তবে লিটনের শতরান কাজে এল না। দুই ইনিংসে বোলিং-এ দাপট দেখায় কিউয়ি বোলরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের জোরে বোলারদের দাপট দেখা যায়। ৪ উইকেট নেন জেমিসন। নিল ওয়াগনার নেন ৩ উইকেট। টিম সাউদি নিলেন ১ টি উইকেট।

প্রথম টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। কিউয়িদের ঘরের মাঠে হারিয়েছিল প্রথমবার। শুধু ঘরের মাঠে নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় ছিল সেটি বাংলাদেশের।

আরও পড়ুন:Sc EastBengal: মুম্বই ম‍্যাচের ধারাবাহিকতা জামশেদপুর ম‍্যাচে ধরে রাখার ইঙ্গিত লাল-হলুদ ব্রিগেডের