পুরভোটের নিরাপত্তা ও সুরক্ষায় ৯ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করবে রাজ্য

0
1

কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) চার পুরনিগমের ভোটের (Corporation Election) ভাগ্য আজ, মঙ্গলবার-ই নির্ধারিত হয়ে যেতে পারে। করোনা (Corona) আবহের মধ্যে ভোট হবে নাকি হবে না, সেই দোলাচলের মধ্যে কিন্তু বসে নেই রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। ২২ জানুয়ারি নির্ঘন্ট মেনে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনিগমে ভোট হবে ধরে নিয়ে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না কমিশন। তৈরি রাজ্য সরকারও।

আরও পড়ুন:করোনা আবহে ২২ শে পুরভোট কি সম্ভব? আজ হাইকোর্টের দিকে তাকিয়ে সব পক্ষ

একদিকে করোনা সুরক্ষা, অন্যদিকে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য নবান্ন কমিশনকে জানিয়েছে, চার পুরসভা ভোটের জন্য ৯ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে।

এক নজরে চার পুরনিগমের বুথ সংখ্যা

মোট বুথ: ২০৭৮

আসানসোল: ১০২০

শিলিগুড়ি: ৪২১

চন্দননগর:১৬৯