Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) মঙ্গলবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে মাঠে না নামলেও, তৃতীয় টেস্ট মাঠে নামবেন অধিনায়ক বিরাট কোহলি। সোমবার সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিত দিলেন কোহলি। আর শুধু মাঠে নামা নয়, মাঠে নেমে সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া বিরাট।

২) লাল-হলুদে নতুন বিদেশি। ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো রিবেইরো ডস স‍্যান্টোসকে লনে সই করাল এসসি ইস্টবেঙ্গল। সোমবার এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। পর্তুগালের প্রথম ডিভিশনের ক্লাব গিল ভিসেন্তেতে খেলছিলেন এই এই ব্রাজিলিয় স্ট্রাইকার, সেখান থেকে লোনে ইস্টবেঙ্গলে এসেছেন তিনি।

৩) রঞ্জি ট্রফির পর এবার করোনার কারণে স্থগিত হয়ে গেল কোচবিহার ট্রফি। সোমবার টুইট করে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। মঙ্গলবার থেকে পুনেতে শুরু হওয়ার কথা ছিল এই অনুর্ধ্ব ১৯ সর্বভারতীয় ক্রিকেট টুর্নামেন্টের নকআউট পর্ব।

৪) বিরাট স্বস্তি নোভাক জোকোভিচের। তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত যে অস্ট্রেলিয়া সরকার নিয়েছিল তাকে খারিজ করে দিল আদালত। সোমবার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল আদালতে। বিচারক আরও নির্দেশ দেন, আইনি লড়াইয়ে জোকোভিচের যা খরচ হয়েছে তা প্রশাসনকে দিতে হবে। এছাড়াও তাঁর পাসপোর্ট ও ব্যক্তিগত সামগ্রী ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ