উপত্যকায় ফের বড় সাফল্য সেনার, গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

0
1

ফের একবার জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) মাটি রক্তাক্ত হয়ে উঠল সেনা জঙ্গির গুলির লড়াইয়ে। রবিবার রাতভর অভিযান চালিয়ে আল বদর (Al Badar) জঙ্গিগোষ্ঠীর(terrorist) দুই সদস্যকে খতম করল নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরের কুলগাম(Kulgam) এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেনা ও পুলিশের কাছে খবর ছিল দক্ষিণ কাশ্মীরের কুলগামে আল বদর গোষ্ঠীর সক্রিয়তা ক্রমশ বাড়ছে। এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কয়েকজন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষন ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় দুই জঙ্গির।

আরও পড়ুন:করোনার বাড়বাড়ন্তে ৩১ শতাংশ মানুষ চান না ৫ রাজ্যে নির্বাচন হোক: সমীক্ষা

এদিকে সেনা সূত্রে পাওয়া এক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, নতুন বছরের এই ৯ দিনের মধ্যেই কাশ্মীর উপত্যকায় ৭ টি এনকাউন্টারে ১৩ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।