Covid Update: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন

0
2

হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। গতকালের তুলনায় দেশের ২৪ ঘণ্টায় করোনার দৈনিক সংক্রমণ ১২.৫ শতাংশ বাড়ল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,ভারতে গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন কোটি ৫৭ লক্ষ সাত হাজার ৭২৭।পাশাপাশি কমছে সুস্থতার হারও। দেশে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ২৩ হাজার ৬১৯। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জন।

আরও পড়ুন:করোনার বাড়বাড়ন্তে ৩১ শতাংশ মানুষ চান না ৫ রাজ্যে নির্বাচন হোক: সমীক্ষা

তৃতীয় ঢেউ আসছড়ে পড়তেই উদ্বেগজনক ভাবে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রবিবার ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৩ জন। তবে তাঁদের মধ্যে এক হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট এক হাজার ২৬২ জন ওমিক্রনে আক্রান্ত ।অন্যদিকে দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে রাজস্থান। রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯। তৃতীয় স্থানে দিল্লি। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।