Artist Forum: আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যনির্বাহী সভাপতি জিৎ

0
1

নিউ লুকে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম। নতুন সভাপতি নির্বাচিত হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। আগে এই জায়গায় ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কার্যনির্বাহী সভাপতি পদে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় এলেন জিৎ (Jeet)।

আর্টিস্টস ফোরামের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। এঁরা হলেন- সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য এবং ভরত কল। সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। যুগ্ম সম্পাদক পদে দিগন্ত বাগচীর সঙ্গে নতুন সংযোজন অঙ্কুশ হাজরা। টলিউডে প্রায় এক দশকের বেশি সময় কাটিয়ে এই সংগঠনে নিজের জায়গা করে নিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে খুশি অভিনেতা।

শিল্পী সংগঠনের নতুন কমিটিতে সহকারী সম্পাদক কুশল চক্রবর্তী এবং শুভাশিস মিত্র। তাপস চক্রবর্তী এবং সোহন বন্দ্যোপাধ্যায় থাকছেন কোষাধ্যক্ষ এবং সহকারী কোষাধ্যক্ষ পদে। পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী এবং শঙ্কর চক্রবর্তীকে নিয়ে তৈরি হয়েছে সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ।

একনজরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের সদস্যবৃন্দঃ-

সভাপতি- রঞ্জিত মল্লিক
কার্যনির্বাহী সভাপতি- জিৎ
সহ সভাপতি- সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখার্জি, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, ভরত কল
সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়
যুগ্ম সম্পাদক- দীগন্ত বাগচি, অঙ্কুশ হাজরা
সহকারী সম্পাদক- কুশল চক্রবর্তী, শুভাশিস মিত্র
কোষাধ্যক্ষ- তাপস চক্রবর্তী 
সহকারী কোষাধ্যক্ষ- সোহন চট্টোপাধ্যায়
কার্যনির্বাহী পরিষদ- পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী।

আরও পড়ুন- Covid Review Meeting: জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের নির্দেশ মোদির