কচিকাঁচাদের পাশে রেড ভলিয়ান্টাররা

0
2

ভারতের ছাত্র ফেডারেশন টেক্সম্যাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির অন্তর্গত ২৪ ও ২৮,২৫ নং ওয়ার্ড ইউনিট ও বাসুদেবপুর ইউনিটের পক্ষ থেকে ওয়ার্ডগুলির পিছিয়ে পরা পরিবারের কচিকাঁচাদের হাতে নববর্ষের শুভেচ্ছা বার্তা,বিস্কুট লজেন্স নিয়ে পৌঁছে গেল।

আরও পড়ুন- Covid Review Meeting: জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের নির্দেশ মোদির

কোভিড নিয়ে সতর্কবার্তা,করোনা নিয়ে সচেতনতা ও ভাইরাসের বিরুদ্ধে লড়ার পদ্ধতি নিয়ে মাইকে প্রচার করা   হয়। একই সঙ্গে  স্কুল কলেজ কেন  খোলা থাকবে না, সেই প্রশ্নও তোলা হয় SFI এর রেড ভলিয়ান্টারদের তরফ থেকে। ছিলেন কৌশিক রায়, সন্দীপন মিত্র, দেবরাজ চৌধুরী, পুষ্পক দত্ত, শুভব্রত সেন প্রমুখ। মানুষের সাড়া ছিল  চোখে পড়ার মতো।