করোনা আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট(BCCI President) তথা বাঙালির প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। মহারাজের আরোগ্য কামনায় এবার তাঁর বাড়িতে ফল ও হেলথ ড্রিঙ্কস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সৌরভের সুস্থতা কামনায় মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার সাদরে গ্রহণ করলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

গত বছরের শেষে করোনা আক্রান্ত হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হতে হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। সেখানে চারদিন চিকিৎসা চলার পর বর্তমানে বেহালায় নিজের বাড়িতে হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পেয়েছিলেন, তাঁর শরীরে ওমিক্রন নয়, করোনার আরেক প্রজাতি ডেল্টা প্লাস বাসা বেঁধেছে। করোনা আক্রান্ত সৌরভের আপাতত দিন কাটছে বাড়ির ভেতরেই। রবিবার তাঁর সুস্থতা কামনা করেই ফল ও হেলথ ড্রিংকস পাঠালেন মুখ্যমন্ত্রী। এদিন ডোনা গাঙ্গুলীর হাতে সেই সকল উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় কাউন্সিলর সুদীপ পোল্লে। কাউন্সিলর এর হাত থেকে ফলের ঝুড়ি নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সৌরভের স্ত্রী।










































































































































