Cricket South Africa: পাকিস্তান সুপার লিগে প্রোটিয়াদের খেলার অনুমতি দিল না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

0
6

পাকিস্তান সুপার লিগে ( Pakistan Super League) দক্ষিণ আফ্রিকার ( South Africa ) ক্রিকেটারদের খেলার অনুমতি দিল না সেই দেশের ক্রিকেট বোর্ড (Cricket South Africa)। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান গ্রেম স্মিথ। স্মিথ বলেন, ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটকে বেশি প্রাধান্য দিক এবং পরবর্তী সিরিজের আগে নিজেদের তৈরি করুক।

এদিন এক সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন,” সামনেই দক্ষিণ আফ্রিকার বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ এবং ঘরোয়া ক্রিকেট রয়েছে। সেই কারণেই পাকিস্তান সুপার লিগ খেলার অনুমতি দেওয়া হয়নি ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ম্যাচকেই প্রাধান্য দেওয়া উচিত। আর সেই জন‍্য নিজেদের তৈরি করুক ক্রিকেটাররা।”

প্রোটিয়াদের সামনেই রয়েছে নিউজিল্যান্ড সফর। তারপর দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে বাংলাদেশের মুখোমুখি হবেন তারা। স্মিথ জানিয়েছেন, এরপরেই শুরু হবে ঘরোয়া প্রতিযোগিতা। যে সব বিদেশি লিগ এই সব খেলার সঙ্গে একই সময়ে হবে না, সেগুলির জন্য ক্রিকেটারদের ছাড়া হবে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস