হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। শনিবার দেড় লক্ষ ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত তিন হাজার ৬২৩ জন। এমতাবস্থায় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জানা গেছে,প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক, কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, ক্যাবিনেট মুখ্যসচিব রাজীব গউবা, স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ও আইসিএমআরের ডিরেক্টর জেনারেল।

আরও পড়ুন:Kolkata Police: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও ৫৯ জন, উদ্বেগে লালবাজার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬.৯৮। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। তার পরই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে।

লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ইতিমধ্যেই ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছাড়িয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৯। তারপরই রয়েছে দিল্লি।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































