করোনা আবহে শর্তসাপেক্ষে কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা আয়োজন করবে রাজ্য সরকার। অনুমতি মিলেছে কলকাতা হাইকোর্টের।পুণ্যার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন শহরে। শনিবার সকাল থেকে পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) চালু হয়েছে করোনা পরীক্ষা শিবির।
আরও পড়ুন- মার খেয়ে হাসপাতালে ভর্তির নাটক? বাবু মাস্টারকে দেখতে গিয়েছিলেন নব্য বিজেপি নেতারা
এই শিবিরে করোনা পরীক্ষা করাতে পারবেন শিয়ালদহে আগত পূণ্যার্থীরা। কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার যে ট্রনজিট ক্যাম্প করা হয়েছে, সেখানে এর মধ্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা সুষ্ঠু ভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব ব্যাবস্থাই নিয়েছে রাজ্য প্রশাসন।































































































































