BCCI: করোনার কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশেষ পরিকল্পনা বিসিসিআইয়ের: সূত্র

0
2

দেশ জুড়ে বেড়ে চলেছে করোনার ( Corona) দাপট। আর এরই মাঝে ভারতের ( India) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। সূত্রের খবর, করোনার কারণে  কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। এদিন বিসিসিআইয়ের সেই কর্তা বলেন, করোনার কথা মাথায় রেখে এই সিরিজ একাধিক মাঠে না করে একই মাঠে একাধিক ম্যাচ করার ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন,” কোনও কিছুই এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সেই দিকে নজর রাখা হয়েছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আমেদাবাদ, জয়পুর, কলকাতা, কটক, বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপুরমে খেলা হওয়ার কথা। আর করোনার এই পরিস্থিতিতে বোর্ড চাইছে ছটি জায়গার বদলে তিনটি জায়গায় ম্যাচ খেলাতে। ১ ফেব্রুয়ারি ভারতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। আমদাবাদে তিন দিন কোয়ারেন্টাইনে থাকবেন পোলার্ডরা। সেখানেই ৪ এবং ৫ ফেব্রুয়ারি অনুশীলন করার কথা তাঁদের।

আরও পড়ুন:Cricket South Africa: পাকিস্তান সুপার লিগে প্রোটিয়াদের খেলার অনুমতি দিল না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা