আনন্দপুরে মাথা থেঁতলে খুন অটোচালক, চাঞ্চল্য এলাকায়

0
3

পাথর দিয়ে মাথা থেঁতলে আনন্দপুরে এক যুবককে খুনের অভিযোগ উঠল। রবিবার সকালে পেশায় অটোচালক ৩৬ বছর বয়সি যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর এলাকায়।
জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন বিশ্বজিৎ জানা। তারপর আর বাড়ি ফেরেননি।রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় নোনাডাঙার একটি পরিত্যক্ত এলাকা থেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর মুখ থেঁতলানো ছিল। রক্তে ভেসে যাচ্ছিল চতুর্দিক। এ ছাড়া তাঁর শরীরে অন্য আর তেমন ক্ষতচিহ্ন দেখা যায়নি।

দোষীদের গ্রেফতারির দাবিতে দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছু মদের ঠেক ভাঙচুর করার চেষ্টা হলে পরিস্থিতি তুলকালাম হয়ে ওঠে। এমনকি পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের। অনুমান, মদ্যপানের পর সঙ্গীদের মধ্যে বিশ্বজিতের বচসার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, কাচের টুকরো পাথর এবং লোহার রড। ঘটনাস্থলে ইতিমধ্যেই আনা হয়েছে স্নিফার ডগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মঙ্গল মণ্ডলই ডেকে নিয়ে গিয়েছিল বিশ্বজিৎকে। এই খুনের ঘটনায় মঙ্গল যুক্ত ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। এ ছাড়াও আরও দুই অভিযুক্ত পলাতক।