Sachin Tendulkar: লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর

0
1

লেজেন্ডস লিগ (Legends League)থেকে সরে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শনিবার এমনটা জানান হল সচিন তেন্ডুলকরের ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। আগামী ২০ তারিখ থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট।

গত দুই বছর ভারতে আয়োজিত হয়েছিল লেজেন্ডস লিগ। তবে চলতি বছর এই প্রতিযোগিতা আয়োজিত হবে ওমানে। ভারত ছাড়াও অংশ নেবে এশিয়া এবং অবশিষ্ট বিশ্ব একাদশ। লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার নিযুক্ত আগেই হয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এই লিগের প্রত্যেকটি ম্যাচই এবার পরিচালনা করবেন মহিলা ম্যাচ অফিশিয়ালরা। আয়োজকদের অভিনব এই উদ্যোগ ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন:Novak Djokovic: গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকার, জানালেন তাঁর আইনজীবীরা