Novak Djokovic: জোকারের পাশে ফ্রান্স, অস্ট্রেলিয়ান ওপেনে বাধা থাকলেও, ফ্রেঞ্চ ওপেনে নেই কোন বাধা, জানাল ফ্রান্স সরকার

0
1

অস্ট্রেলিয়া ( Australia) ঢুকতে দেওয়া হয়নি টেনিস তারকা নোভাক জোকোভিচকে( Novak Djokovic)। এমনকি বাতিল করা হয়েছে ভিসাও। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন জোকার। কিন্তু করোনা টিকাকরণগত নিয়ম না মানায় ঢুকতে দেওয়া হয়নি এই তারকা সুপারস্টারকে। আর এর ফলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন খেলাও কার্যত অনিশ্চিত জোকারের।

আর এই পরিস্থিতিতে জকোভিচের পাশে দাঁড়ালেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাচিনিনু। তিনি আশ্বাস দিয়ে বলেন, করোনার টিকা না নেওয়া থাকলেও রোলাঁ গারো গ্র‍্যান্ড স্ল‍্যাম খেলতে পারবেন জোকোভিচ।

এই নিয়ে রোক্সানা বলেছেন, “জোকোভিচের জন্য হয়ত সেই আয়োজন করা হবে না যা টিকাকৃত খেলোয়াড়দের জন্য করা হবে। কিন্তু উনি খেলতে পারবেন কারণ আমাদের প্রোটোকল, জৈব বলয় তাকে অনুমতি দেবে।”

এই মুহুর্তে মেলবোর্নে কার্লটনের পার্ক হোটেলে রাখা হয়েছে জোকোভিচকে।

গত মঙ্গলবার জোকোভিচ জানিয়েছিলেন যে তিনি করোনার টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়ের অনুমতি’ পেয়েছিলেন এবং বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়া অবতরণ করেন তিনি। কিন্তু এর পরই ঘটে বিপত্তি। অস্ট্রেলিয়ায় ঢুকতে বাধা দেওয়া হয় এই টেনিস তারকাকে।

আরও পড়ুন:Isl: করোনার থাবা আইএসএলে, স্থগিত এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ, আক্রান্ত বাগান ফুটবলার