এবার অজিঙ্কে রাহানে( Ajinkya Rahane), চেতেশ্বর পুজারার (cheteshwar pujara)পাশে দাঁড়ালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়( Rahul Dravid))। ভারত-দক্ষিণ আফ্রিকার (India-South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুটা রান পেয়েছেন পুজারা-রাহানে। তবে তার আগে পযর্ন্ত ব্যাট হাতে কার্যত নিরাশ করেছেন এই দুই ব্যাটার। তাই দাবি উঠেছে, এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে হনুমা বিহারী এবং শ্রেয়স আয়ারকে সুযোগ দেওয়া হোক। কিন্তু এখনই রাহানে-পুজারাকে বাদ দিতে চাইছেন না দ্রাবিড়। দ্রাবিড়ের মতে, রাহানে-পুজারা বড় ব্যাটার। এদের সময় দেওয়া উচিত। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য শ্রেয়স এবং হনুমাকে আরও খানিকটা অপেক্ষা করতে হবে।
দ্রাবিড় বলেন,” ‘‘জোহানেসবার্গের টেস্টে দুই ইনিংসেই বিহারি খুব ভাল ব্যাট করেছে। প্রথম ইনিংসে ওর আউটটা দুর্ভাগ্যজনক। বলটা হঠাৎ লাফিয়ে উঠেছিল। দ্বিতীয় ইনিংসেও খুব ভাল ব্যাট করেছিল। শ্রেয়সও খুব ভাল ব্যাট করেছে। আসলে ওদের মন খারাপ করলে চলবে না। ওদের ভাবতে হবে, যেটুকু সুযোগ ওরা পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আশা করছি ওদের সুযোগ আসবে।”
প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটে রান পেয়েছেন চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহানে। পুজারা-রাহানে প্রসঙ্গে দ্রাবিড় বলেন,” লক্ষ্য করলে দেখা যাবে, এই দুই ক্রিকেটার অনেক দিন অপেক্ষা করার পর জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছে। ব্যাটে ওদের প্রথমে রান আসছিল না। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ওরা রান পেয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে এখন আমাদের দলের যারা সিনিয়র ক্রিকেটার, তাদের প্রায় সবাইকেই শুরুর দিকে অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টায় নিয়মিত রান করে যেতে হয়েছে। ফলে অপেক্ষা সবাইকেই করতে হয়। ”