উদ্বেগ বাড়িয়ে হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। রকেট গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ২১ শতাংশেরও বেশি। গতকাল দেশের সংক্রমণ সাত মাস পর এক লক্ষের গণ্ডি পার করেছে। আজও বেলাগাম সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও।
আরও পড়ুন:Sujit Basu: ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।যা বৃহস্পতিবারের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। এর আগে গতবছর জুন মাসে দেশের দৈনিক সংক্রমণ এক লক্ষের গন্ডি পার করেছিল। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩, ৭১,৩৬৩।এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৫২,২৬,৩৮৬। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরলে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। গত একদিনে মোট ৩৬,২৬৫ জন সেখানে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,৪২১ জন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.