Isl: করোনার থাবা আইএসএলে, স্থগিত এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ, আক্রান্ত বাগান ফুটবলার

0
3

করোনার ( Corona) থাবা আইএসএলে( ISL)। স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) বনাম ওড়িশা এফসি ( Odisha Fc) ম্যাচ। জানা যাচ্ছে করোনায় আক্রান্ত বাগানের এক ফুটবলার। তাই আপাতত  স্থগিত রাখা হল শনিবারের ম‍্যাচ। এদিন এমনটাই জানান হল আইএসএলের তরফ থেকে। যদিও কোন ফুটবলার আক্রান্ত হয়েছে, তা জানান হয়নি।

আইলিগের পর এবার আইএসএল। করোনার সংক্রমণ প্রবেশ করল এবার আইএসএলে। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, “এটিকে মোহনবাগানের এক খেলোয়াড়ের করোনা আক্রান্ত। সেই কারণে শনিবার স্থগিত রাখা হল এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসির ম‍্যাচ।”

তবে আইএসএলের তরফ থেকে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচের পুনর্নির্ধারিত সময় এখনও অবধি জানান হয়নি।

আরও পড়ুন:Rahul Dravid: রাহানে-পুজারার পাশে দ্রাবিড়, এখনই সুযোগ পাচ্ছেন না শ্রেয়সরা, জানালেন বিরাটদের কোচ