ডেটিং ওয়েবসাইটে(dating website) আলাপ। সেখান থেকেই বন্ধুত্বের টোপ দিয়ে নিজের বাড়িতে ডেকে এনেছিলেন সমকামী স্কুল শিক্ষক(School teacher)। সেখানেই সঙ্গী স্টিফেন টি-র সঙ্গে সঙ্গমের পর তাকে হত্যা করে সঙ্গীর যৌনাঙ্গ কেটে খেয়ে নিল নরখাদক ওই শিক্ষক। দেহের বাকি অংশ ফেলে দেওয়া হয় শহরের নানান জায়গায়। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বার্লিনে। নরখাদক ওই স্কুল শিক্ষকের নাম স্টিফেন আর। নৃশংস এই হত্যাকাণ্ডের জন্য এদিন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।
দোষীকে শাস্তি দেওয়ার সময় এদিন বিচারপতি জানান, স্টিফেন আর নরমাংস খাওয়ার ইচ্ছা পূরণের জন্য এক ব্যক্তিকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছেন। আদালত জানায়, স্টিফেন আর-এর সঙ্গে স্টিফেন টি-র সাক্ষাৎ একটি ডেটিং ওয়েবসাইট থেকে হয়েছিল। এরপর দুজনে একটি বাড়িতে মিলিত হয়। খাবারের সঙ্গে স্টিফেন টি-কে মাদক খাইয়ে তার সঙ্গে সঙ্গম করে হত্যাকারী। এরপর গলাটিপে খুন করা হয় স্টিফেন টিকে। নৃশংস হত্যাকাণ্ডের পর সঙ্গীর যৌনাঙ্গ কেটে তার খেয়ে নেয় ওই নরখাদক। এই ঘটনা প্রসঙ্গে আদালতের বিচারপতি জানান, তার জীবনে প্রথমবার এমন ভয়াবহ কোন ঘটনার বিচার করছেন তিনি। পাশাপাশি নৃশংস হত্যাকাণ্ড ও নর ভক্ষনের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।