১) শক্তিশালী মুম্বই সিটি এফসিকে আটকে দিল এসসি ইস্টবেঙ্গল। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ফুটবল উপহার দিল রেনেডি সিং-এর দল।

২) শনিবার আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে সবুজ-মেরুন। কার্ড সমস্যায় ওড়িশা ম্যাচে নেই হুগো বৌমোস। পাশাপাশি কার্ল ম্যাকহিউও নেই।

৩) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের নেপথ্যে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। ভারতের বিরুদ্ধে জয় পেয়ে এলগার বলেন,”দলের একজন অভিজ্ঞ ব্যাটার আমি, তাই ঠিক করেই নিয়েছিলাম একদম শেষ পর্যন্ত টিকে থাকব। ব্যাটে রান আসায় জয় নিশ্চিত হয়েছে।”

৪)টি-২০ ক্রিকেটে নতুন নিয়ম আনছে আইসিসি। আইসিসি জানিয়েছে, টি-২০ ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তা হলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের।

৫) অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে নোভাক জোকোভিচ আটকে রয়েছেন মেলবোর্নে। তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তর। শুক্রবার জোকোভিচের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ারই টেনিস তারকা নিক কির্গিয়স। সমর্থন করেছেন আমেরিকার জন ইসনারও।
আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন








































































































































