শিক্ষার আঙিনায় শহিদ স্মৃতি শিক্ষা নিকেতন

0
3

শিক্ষার সাথে সংস্কৃতির অমোঘ টান। অপ্রত্যাশিত মহামারি আর প্রাকৃতিক দুর্যোগে বিভ্রান্ত মানুষ, অসহায় বসুন্ধরা, আকস্মিক ছন্দপতনে বিমূঢ় শিক্ষাঙ্গন। সমাজসেবা তথা মানবকল্যানে নিরলস প্রচেষ্টা, শিক্ষা-সংস্কৃতির জগতে সৃজনশীল পরিচিতি নিয়ে জনমানসে সমাদৃত শহিদ স্মৃতি শিক্ষা নিকেতন।
অবক্ষয় বা ধ্বংসের মাঝেও যারা নব নব সৃষ্টির কর্মযজ্ঞে নিবেদিত থাকে মানবকল্যাণের অভিমুখে তাদের মধ্যে অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান। সুস্থ সমাজ-চেতনা, মননশীল সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যকে এই শিক্ষা প্রতিষ্ঠান দৃঢ় চিত্তে ধরে রেখেছে ধারাবাহিকভাবে।
শহিদ স্মৃতি শিক্ষা নিকেতনের নব নির্মিত পাঠভবনের উদ্বোধনে হল সম্প্রতি। বুধবার এর উদ্বোধনে উপস্থিত ছিলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, ভাইস চেয়ারম্যান বরুন নট্ট, জেলার প্রাথমিক শিক্ষা সংসদ এর চেয়ারম্যান দেবব্রত সরকার, জেলার শিক্ষক নেতা মানস পাল প্রমুখ|সকলেই মেতে উঠেছিলেন “সৃষ্টি সুখের উল্লাসে”।