Kerala: ফের মার্কিন মুলুকে চিকিৎসা করতে যাচ্ছেন বিজয়ন, কী হয়েছে তাঁর?

0
2

ফের বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। রাজ্যের সিলভার লাইন (Silver Line) প্রকল্প নিয়ে সরব বিরোধীরা। এমনকী, সিপিআইএমের (Cpim) অন্দরেও এ নিয়ে বিরোধ রয়েছে। এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি আমেরিকায় চিকিৎসা করাতে যাচ্ছেন বিজয়ন। থাকবেন 29 জানুয়ারি পর্যন্ত। ব্যক্তিগত সচিব ছাড়াও সঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

আরও পড়ুন: ‘খেলা হবে’ – এক নিঃশব্দ বিপ্লব

এর আগে ২০১৮-তে রচেস্টারের মেয়ো ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়েছিলেন বিজয়ন। এবারও যাচ্ছেন সেখানেই। কিন্তু কী হয়েছে তাঁর? কীসের চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি? এ বিষয়ে অবশ্য কিছুই জানাননি বিজয়ন বা কেরল সরকার। আগেরবার যখন তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন তখন তার ব্যায়ভার বহন করেছিল রাজ্য সরকার। এবার অবশ্য এ বিষয়ে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কে কাজ পরিচালনা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে আগেরবার মার্কিন মুলুক থেকেই ফাইলে সই করে পাঠিয়ে ছিলেন বিজয়ন।