Sourav Ganguly: কবে থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট লিগ? কী বললেন বিসিসিআই সভাপতি?

0
1

করোনার (Corona) কারণে স্থগিত রাখা হয়েছে রঞ্জি ট্রফি-সহ ( Ranji Trophy) ঘরোয়া ক্রিকেট লিগ। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত এই টুর্নামেন্ট-সহ সমস্ত ঘরোয়া ক্রিকেট লিগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ( Bcci)। কবে থেকে শুরু হবে, সেই নিয়ে এখনও কিছু জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই নিয়ে বড় খবর সামনে আনলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা হবে। কিছু দিনের মধ্যেই নতুন সূচি প্রকাশ করবে বিসিসিআই।

ভারতের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত সব সংস্থাকে চিঠি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেখানে লেখা, “কোভিড পরিস্থিতি খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন। তাই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। খেলা শেষ করার দায়িত্ব বোর্ডের। পরিস্থিতি অনুযায়ী বোর্ড নতুন সূচি তৈরি করবে। সেই সূচি কিছু দিনের মধ্যেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।”

গত মঙ্গলবার রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি ও মেয়েদের টি-২০ লিগ আপাতত স্থগিত রাখা কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস