সামনেই বিধানসভা ভোট (Assembly Election 2022)। ঠিক তার আগে দ্বীপরাজ্য গোয়ায় (Goa) যখন তৃণমূল (TMC) ক্রমশ শক্তি বাড়িয়ে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠছে, ঠিক তখনই কংগ্রেসে (Congress) ভাঙন অব্যাহত। এবার গোয়া প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রাখি প্রভুদেসাই নায়েক (Rakhi Pravudeshai Nayek) দল ছেড়ে হাত ধরলেন তৃণমূলের। গোয়ায় তৃণমূলের ইন-চার্জ তথা সাংসদ মহুয়া মৈত্রের (Mahuya Moitro) হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন রাখি।
আরও পড়ুন- Covid Update:রেকর্ড সংক্রমণ, দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৯১ হাজার
দল ত্যাগের বিষয়টি নিয়ে একটি টুইটে রাখি লেখেন, “মনে অনেক দুঃখ নিয়ে জানাচ্ছি যে অনেক ভাবনা চিন্তার পর আমি কংগ্রেসের সঙ্গে আমার সফল ইনিংস শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছি।” টুইটে নিজের পদত্যাগ পত্রের একটি ছবিও পোস্ট করেন রাখি।