স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

0
3

ভারবহন ক্ষমতা পরীক্ষা করতে আগামী শুক্রবার অর্থাৎ ৭ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে পার্কস্ট্রিট উড়ালপুল(Park Street flyover)। চালু হবে আগামী ১১ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টায়। এই ৪ দিন যেকোনো রকম যানচলাচল বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুলে। সম্প্রতি এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ(Kolkata Police) ও হুগলি রিভার ব্রিজ কমিশন(Howrah river bridge commission)।

বৃহস্পতিবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৭ জানুয়ারি রাত ১০ টাকা থেকে মঙ্গলবার, ১১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত পার্কস্ট্রিট উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য। উড়ালপুল ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হবে। তবে উড়ালপুল বন্ধ থাকায় যান চলাচলে সমস্যা সামাল দিতে বিকল্প পথ হিসেবে খুলে দেওয়া হবে জহরলাল নেহেরুর রোড। তবে ব্যস্ততম উড়ালপুলটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহের শেষ দিন শনি ও রবিবারকে বেছে নেওয়া হলেও সোমবার ব্যাপক যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ‌অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি জওহরলাল নেহরু রোড ধরে যাতায়াত করতে পারবে।