অবশেষে অভিনয়ে অভিষেক ঘটছে বিধায়ক মদন মিত্র-র (Madan Mitra)। তবে, পরিচালক রাজা চন্দের যে ছবির মাধ্যমে এটি হওয়ার কথা ছিল, তা দিয়ে নয়। তার আগেই জ্যামি বন্দ্য়োপাধ্যায়ের আগামী ছবি ‘হচপচ’-এ দেখা যাবে তাঁকে।বুধবার মদন মিত্র (Madan Mitra) ‘হচপচ’ ছবির ডাবিং সারলেন। এই ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন- Amritsar Airport:ইতালি থেকে অমৃতসরে আসা ১২৫ জন বিমানযাত্রীই করোনা পজিটিভ
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন (Madan Mitra) বলেন, “মানুষ ভাল থাক। করোনা কেটে উঠবে। আমরা আবার নতুন করে ‘হে নূতন’ গাইব। আমার একটা স্টাইল আছে। ‘এমএম’। কোনও অসুবিধা হলেই ‘এমএম'”! তিনি আরও বলেন, “অমিতাভ বচ্চন থেকে উত্তমকুমার থেকে চিরঞ্জিত সবাই পয়সা নিয়ে কাজ করে, কিন্তু, মদন মিত্র বা এমএম পয়সা নিয়ে কাজ করে না”। রূপোলী পর্দাতেও শেষমেশ চলেই এলেন মদন। এই ছবি মুক্তি পাবে আগামী মে মাসে। তবে এর আগেই নিজের পরিচিত হাবভাবেই দেখা গেল কামারহাটির বিধায়ককে। ডাবিং করতে গিয়ে সবকিছুর মাঝেই বলে উঠলেন ওহ লাভলি। এসব দেখে মদনদার ফ্যানেরাও যেন বলে উঠছে ‘ওহ লাভলি’।