বর্তমান পরিস্থিতিতে কি হবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)? এই বিষয়ে দায়ের করা মামলার শুনানিতে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্য? এর উত্তরে হাইকোর্টে নিজেদের অবস্থান জানাল সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, কোভিড (Covid) বিধি মেনেই হবে।
বৃহস্পতিবার, আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন, কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা করাতে চায় সরকার। আরটিপিসিআর এবং Rapid অ্যান্টিজেন টেস্টে জোর দিচ্ছে রাজ্য। থাকছে গ্রিন করিডোর। মেলা প্রাঙ্গণেই সেফ হোম থেকে হাসপাতালের ব্যবস্থা থাকবে। ৭৩৫ টি মেডিক্যাল ইউনিট রাখা হয়েছে। ১৯৩২ কোভিড বেড ক্যাপাসিটি রয়েছে। ই- স্নান, ই- দর্শনে জোর দেওয়া হচ্ছে বলে জানান অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায়।(Gopal Mukherjee)
আরও পড়ুন- পাইলটের অসতর্কতায় রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে? তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত
এজি জানান, ৬-১৫ জানুয়ারি মেলা হবে। রাজ্য আশা করছে পাঁচ লক্ষের বেশি পূণ্যার্থী আসবেন না। রাজ্যের ৭০ শতাংশ মানুষ ফার্স্ট ডোজ পেয়েছেন। কলকাতা তুলনায় ডায়মন্ড হারবারে কোভিডের সংক্রমণ কম । যেসব পুলিশ, স্বাস্থ্যকর্মী গঙ্গাসাগর মেলার সময় সেখানে ডিউটি করবেন ,তাঁদের সবার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আছে। সাধারণ মানুষকে আমরা যাওয়ার উৎসাহ দিচ্ছি না- আদালতে বলেন গোপাল মুখোপাধ্যায়।