সাতসকালেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোর রাতে দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা একের পর এক দোকানকে গ্রাস করে। স্থানীয় মানুষ ও দমকলবাহিনীর চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: Jharkhand Accident: বাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে মৃত ১৭ , আহত ২৬,শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার ভোর রাতে আচমকাই চাঁদনি চক মার্কেটে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের কথায়, আগুন দেখেই দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকল এসে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। টানা পাঁচঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল। যদিও এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

পুলিশ জানিয়েছে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে কোথা থেকে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































