উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রেকর্ড হারে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে দেশের সব রেকর্ডকে ছাপিয়ে ক্রমেই ঊর্ধ্বমুখী গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৮। যা বুধবারের তুলনায় ৫৬.৫ শতাংশ বেশি।
আরও পড়ুন:Gujrat Accident:সুরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে দুর্ঘটনা, মৃত ৬, আহত ২০
দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার বুধবারের তুলনায় সামান্য কমেছে। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে সুস্থতার হার যেমন কমেছে তেমন বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশের ২৬টি রাজ্যে ছড়িয়েছে করোনার এই নতুন রূপ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩০। রাজ্যগুলির মধ্যে ওমিক্রনে আক্রান্তের সিঙ্ঘভাগই রয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন। সুস্থ হয়েছেন ৩৩০ জন। মহারাষ্ট্রের পরই রয়েছে ৪৬৫ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.