সব হলে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করার দাবি বাংলা পক্ষের, সমর্থন তারকাদের

0
1

বাংলার মাটিতেই বঞ্চিত হয় বাংলা সিনেমা, বারবার অভিযোগ ওঠে সিনেমা হল পাচ্ছে না বাংলা সিনেমা। তাই বাংলার সমস্ত সিনেমা হলে প্রাইম টাইম সহ কমপক্ষে ৫০% স্লটে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল অরাজনৈতিক সংগঠন “বাংলা পক্ষ”। সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি সংগঠনের তরফে এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে সমর্থন জানিয়ে সই করেছেন বাংলার স্বনামধন্য অভিনেতা, প্রযোজক ও পরিচালকগণ। যার মধ্যে পরিচালক গৌতম ঘোষ, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অভিনেতা দেব, রজতাভ দত্ত সহ রয়েছেন তারকা শিল্পীরা।

বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ে জাতীয় সংগঠন বলে দাবি করে নিজেদের। তাদের আন্দোলন বা কর্মপন্থা নিয়ে অনেক বিতর্ক থাকলেও বাঙালির অধিকার, বাংলা ভাষার অধিকার, বাংলার শিল্প-সংস্কৃতি রক্ষায় নিরলস কাজ করে চলেছে বাংলা পক্ষ। বাংলা সিনেমা ও তার ব্যবসাকে বাঁচানোর স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে দরবারও করবে বাংলা পক্ষ। সংগঠনের আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার সরকার বাংলা সিনেমার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন- Sourav Ganguly: কবে থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট লিগ? কী বললেন বিসিসিআই সভাপতি?

বাংলার পক্ষর দাবিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সই করেছেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও প্রযোজকরা-

১. গৌতম ঘোষ, পরিচালক
২. দেব (দীপক অধিকারী), অভিনেতা ও প্রযোজক
৩. কৌশিক গাঙ্গুলি, পরিচালক
৪. পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
৫. অরিন্দম শীল, পরিচালক
৬. পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা
৭. প্রদীপ্ত ভট্টাচার্য, পরিচালক
৮. খরাজ মুখার্জী, অভিনেতা
৯. দেবশঙ্কর হালদার, নাট্যকার ও অভিনেতা
১০. রজতাভ দত্ত, অভিনেতা
১১. অমিতাভ ভট্টাচার্য, পরিচালক
১২. শৈবাল মিত্র, পরিচালক
১৩. অরিন্দম ভট্টাচার্য, পরিচালক
১৪. জেনি & দীপায়ন, পরিচালক জুটি
১৫. অনির্বাণ মাইতি, চলচ্চিত্র সম্পাদক
১৬. অর্জুন দত্ত, পরিচালক
১৭. সৌম্য সেনগুপ্ত, পরিচালক
১৮. অঙ্কিত বাগচী, নানা চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার
১৯. অয়ন চক্রবর্তী, পরিচালক
২০. ঋতব্রত ভট্টাচার্য, পরিচালক
২১. বাদল সাহা, পরিচালক
২২. মৈনাক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
২৩. পবিত্র জানা, চলচ্চিত্র সম্পাদক