দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের দাপাদাপিতে ক্রমশই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে ইতালি থেকে অমৃতসরে পৌঁছনো একটি চাটার্ড বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে ধরা পড়ল মারণ ভাইরাস। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁদের সকলকেই আইসোলেশনে রাখা হবে। ওই যাত্রীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রীয় সরকারের ল্যাবে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:Gangasagar-Case: কোভিড মেনেই হবে গঙ্গাসাগর মেলা: হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল
বিমানবন্দরের তরফে জানানো হয়েছে,বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ সেটি অমৃতসরে নামে। মাঝখানে যান্ত্রিক ত্রুটির জন্য জর্জিয়ায় থেমেছিল বিমানটি। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।যাত্রীদের দাবি, ইতালিতে করোনা টেস্ট করানো হলে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কীভাবে এই সংক্রমণ ছড়ালো তা নিয়ে তাঁদের মনেও প্রশ্ন উঠছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্ধারিত ‘ঝুঁকিপূর্ণ দেশ’গুলির মধ্যে ইতালিও রয়েছে। অন্য দেশ থেকে ভারতে এলে বিমানবন্দরেই যাত্রীদের করোনা পরীক্ষা করতে হচ্ছে। পরীক্ষার রিপোর্ট এলে তবেই বিমানবন্দর থেকে বেরোনো যাচ্ছে। আজ, ইতালি থেকে আসা চাটার্ড বিমানটি অমৃতসর বিমানবন্দরে নামার পরেই যাত্রীদের কোভিড পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টই পজিটিভ আসে।