বাতিল করা হয়েছে ভোরের লোকাল ট্রেন(Local Train)। যার জেরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন শহরতলী এলাকা থেকে শহরে কাজে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। এর জেরেই অবিলম্বে ট্রেন চালু করার দাবি জানিয়ে তালদি(Taldi) ও ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ করল সাধারণ মানুষ। যার জেরে সকাল থেকে ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার রেল চলাচল।
মূলত শিয়ালদা লোকালে সকালের প্রথম ট্রেনে পরিচারিকা ফল ও সবজি ব্যবসায়ীদের ভিড় থাকে। সেই ট্রেন বন্ধ করে দেওয়ায় স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে যাত্রীরা। পাশাপাশি ঠাকুরনগরে বিক্ষোভকারীদের অভিযোগ, ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেনে তারা মূলত ফুল নিয়ে কলকাতায় যান। ফুলের ব্যবসা করে তাদের পেট চলে। সকালের দুটো ট্রেন না চললে তারা কলকাতায় যেতে পারবেন না এবং না খেয়ে মরতে হবে। ফলে অবিলম্বে ট্রেন চালু করতে হবে। যতক্ষণ না ট্রেন চালানোর হবে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। ঘটনাস্থলে মোতায়েন জিআরপি।
আরও পড়ুন:৩৬ ঘন্টারও কম সময়ে ১৫ হাজার রেজিস্ট্রেশন, গোয়ায় বিপুল সাড়া পেল তৃণমূলের ‘যুবশক্তি’
ভোর থেকে প্রায় ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রেল অবরোধ তোলা সম্ভব হয়নি। এদিকে, রেলের দাবি রাজ্যের নির্দেশিকা মেনে ভোর ৫ টা থেকে ট্রেন পরিষেবা শুরু করা হচ্ছে। যেহেতু ৫ টা পর্যন্ত নাইট কারফিউ চলছে সেই বিধিনিষেধ মেনেই বন্ধ রাখা হয়েছে ট্রেন।