নবান্নের নির্দেশে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন খোদ পুলিশ সুপার

0
2

করোনা সংক্রমিত দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতোই কাজ। এবার মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই আসরে নামলেন খোদ পুলিশ সুপার। জলপাইগুড়িতে করোনা আক্রান্ত পরিবারগুলির খোঁজ খবর নিলেন তিনি। বাড়িতে পৌঁছে দিলেন খাবারও।

বুধবার দুপুরেই জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত নিজেই বেরিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে বা সেফ হোমে থাকা দুঃস্থ পরিবারগুলির খোঁজখবর নিতে। প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নের তরফে পুলিশের সাহায্যে আক্রান্তের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খাবারের সঙ্গে প্রয়োজনে ওষুধও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতোই কাজ করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। তিনি নিজে করোনা সংক্রমিত পরিবারগুলোর সাথে দেখা করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।

বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমিত জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকার বছর আশির সুভাষ চট্টোপাধ্যায়। এই অতিমারী পরিস্থিতিতে খোদ পুলিশ সুপারকে পাশে পেয়ে আবেগে কেঁদে ফেললেন বৃদ্ধ। এদিন জলপাইগুড়ি জেলা জুড়ে করোনা আক্রান্ত ২০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে কর্মসূচি শুরু করে জলপাইগুড়ি জেলা পুলিশ। এদিন পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবং জলপাইগুড়ি পুরপ্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্য়ায়।

আরও পড়ুন- Corona Update: কলকাতায় রেকর্ড! রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৪ হাজার পার