দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার পার, করোনায় একদিনে মৃত ৫৩৪

0
1

ওমিক্রন(Omicron) আতঙ্কের মাঝেই দেশে হুড়মুড়িয়ে বেড়েছে সংক্রমণের দাপট। সকলের দাবি ইতিমধ্যেই করোনার(Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর সেই আশঙ্কাকে বাড়িয়ে তুলে বুধবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে যে রিপোর্ট প্রকাশ্যে নানা হয়েছে সেখানে দেখা গেল শেষ ২৪ ঘন্টায় দেশ করোনা আক্রান্তের সংখ্যা ৫৮,০০০ পেরিয়ে গিয়েছে। পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটাই। রিপোর্ট বলছে ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ৫৩৪।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। পটিজিভিটি রেট ৪.১৮ শতাংশ। এর মধ্যে মুম্বই ও দিল্লিতে বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে শুরু হয়েছে কড়াকড়ি। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৫৩৪ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১২৪। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জন। অস্বস্তি বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২ লক্ষ ১৪ হাজার ৪ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।