Covid 19: করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে মন্ত্রী বীরবাহা হাঁসদা

0
1

করোনা-আক্রান্ত হয়ে কলকাতায় হোম আইসোলেশনে বন ও ক্রেতাসুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি জানিয়েছেন, এখন একটু ভাল আছেন। ৩১ ডিসেম্বর জ্বর এসেছিল। সঙ্গে সামান্য সর্দিকাশি, গলাব্যথা। ১ জানুয়ারি ঝাড়গ্রাম জেলা হাসপাতালে অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকেলে ঝাড়গ্রাম থেকে কলকাতার সল্টলেকের বাড়িতে চলে আসেন। এখন ওখানেই আইসোলেশনে রয়েছেন।

মন্ত্রীর মা চুনীবালা হাঁসদা এক ফুটবল প্রতিযোগিতার টুর্নামেন্টে জামবনির তেঁতুলিয়ায় ছিলেন। তিনি জানান, পয়লা জানুয়ারি মেয়ে ঝাড়গ্রামে এসেছিল। কিন্তু তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে তিনি শুনেছেন তাঁর মেয়ে জ্বরজ্বর ভাব ও গায়ে ব্যথা নিয়ে এসেছিলেন। পরিবারের অন্যরা অবশ্য সুস্থই আছেন। মঙ্গলবার বীরবাহা মেসেজ করে জানান, ব্যথা ও জ্বর কমেছে। এখন একটু ভাল আছেন। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবসের কর্মসূচিতে যোগ দিতে ঝাড়গ্রামে আসেন। গলাব্যথা এবং জ্বরজ্বর ভাব ছিল বলে ঝাড়গ্রাম হাসপাতালে পরীক্ষা করান। ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা বীরবাহা। মা চুনীবালা, ভাইবোনদের সঙ্গেই থাকেন।

আরও পড়ুন- Mithun Chakraborty:ভৌতিক ফিল্মে মিঠুন, রইল 12 ’O’ Clock ছবির ট্রেলার