Mamata Banerjee: জন্মদিনে গোটা দেশের শুভেচ্ছা বার্তায় আপ্লুত তৃণমূল সুপ্রিমো

0
11

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাজনৈতিক মহলের তাবড় কুশিলবরা। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ার, নীতিন গড়করি উদ্ধব ঠাকরে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলেই রয়েছেন। আবার সমাজবাদী পার্টির অখিলেশ যাদব যেমন আছেন তেমনি আছেন নেফিউ রিও, এম কে স্টালিন, হেমন্ত সোরেনও। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল, রীতেশ দেশমুখও শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিনভর শুভেচ্ছা বার্তা পাওয়ার পর মুখ্যমন্ত্রীও প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে বাংলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছা বার্তায়। মুখ্যমন্ত্রীর টুইটেও একের পর এক আসতে থাকে শুভেচ্ছা বার্তা। রাতের দিকে ভারতবর্ষের তামাম রাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠানো শুভেচ্ছা বার্তার পাল্টা সৌজন্য ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে প্রত্যেককে টুইটারে ব্যক্তিগত স্তরে ধন্যবাদ জানান।

আরও পড়ুন- Atk Mohunbagan: এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হায়দরাবাদ এফসির কাছে আটকে গেল বাগান ব্রিগেড