Hunarbaaz: ট্যালেন্ট রিয়্যালিটি শোয়ের বিচারক মিঠুন চক্রবর্তী, করণ, পরিণীতি

0
1

হুনারবাজ (Hunarbaaz) দেশ কি শান। খুব শীঘ্রই  কলরস টিভি চ্যানেলে আসছে এই রিয়েলিটি ট্যালেন্ট হান্ট শো। শোয়ে বিচারক হিসেবে থাকছেন করণ জোহর (Karan Johar), পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানে হোস্ট হিসেবে দেখা যাবে কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে।

আরও পড়ুন: KIFF: করোনা আক্রান্ত রাজ-পরমব্রতরা, আপাতত স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

করণ জোহর ‘হুনারবাজ (Hunarbaaz) দেশ কি শান’ ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে জানিয়েছিলেন, “গোটা দেশে প্রতিভার জন্য এটি একটি উন্মুক্ত মঞ্চ।”

নির্মাতাদের মতে, হুনারবাজ দেশ কি শান অনুষ্ঠানটি দেশের অনাবিষ্কৃত প্রতিভাকে সামনে নিয়ে আসবে।