Shantiniketan: লক্ষ্য পর্যটকশূন্য শান্তিনিকেতন, বন্ধ হল হোটেল-লজ-রিসর্ট

0
1

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিঘা (Digha), দার্জিলিঙের (Darjeeling) পরে এবার শান্তিনিকেতনে (Shantiniketan) বন্ধ করা হল হোটেল। শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার লক্ষ্যেই এই পদক্ষেপ। ১৫ জানুয়ারি পর্যন্ত হোটেল-লজ-রিসর্ট বুকিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে হোটেল মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

বুধবার, বোলপুরের (Bolpur) মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে বৈঠক করেন বোলপুরের এসডিপিও অভিষেক রায়, বোলপুর ও ইলামবাজারের বিডিও, আইসি, ওসিদের নিয়ে৷ আলোচনায় যোগ দেন হোটেল, লজ, রিসর্টের মালিকরাও। সেখানেই নির্দেশ দেওয়া হয়, ১৫ তারিখ পর্যন্ত কোনও পর্যটক রাখা যাবে না। অর্থাৎ ওই পর্যন্ত কোন রকম বুকিং নেওয়া যাবে না৷ কোভিড (Covid) পরিস্থিতি মোকাবিলা করতে শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার সিদ্ধান্ত প্রশাসনের।