রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪ হাজারে। সংক্রমণের শীর্ষে কলকাতা।

বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। পজিটিভিটি রেটে বুধবারও শীর্ষে কলকাতা। বুধবার শহরে পজিটিভিটি রেট ৩৭.৫৪ শতাংশ। বুধবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৭০ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৪০ জন। এরপর হাওড়া। সেখানে একদিন সংক্রমিত হয়েছেন ১২৮০ জন।


রাজ্যের পাশাপাশি গোটা দেশের চিত্রটাও ভয়াবহ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। করোনা হানায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের।
আরও পড়ুন- Election Commission: রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ কমিশনের, কত হল মোট ভোটার!



 
 
 
 
 

 
 
 





























































































































