Bangladesh Cricket: ইতিহাস গড়ল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা

0
7

ইতিহাস গড়ল বাংলাদেশ ( Bangladesh)। নিউজিল্যান্ডের ( New Zealand) মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল মমিনুল হকের দল। আর জয়ের জেরে রেকর্ড গড়ল বাংলাদেশ। ২১ বছরের খরা কাটাল তারা। দুই টেস্ট ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। আর এই জয় নিঃসন্দেহে, ২০২২ এর শুরুতেই বছরের অন্যতম বড় ঘটনা ঘটিয়ে ফেলল বাংলা টাইগার্সরা। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের ছয় উইকেটের সৌজন্যে নিউজিল্যান্ড মাত্র ১৬৯ রানে অল আউট হয়ে যায়। যার জেরে বাংলাদেশের জয়ের জন্য মাত্র ৪০ রানের দরকার ছিল। আর তা দুই উইকেট হারিয়ে অর্জন করে ফেলে বাংলাদেশ। শাকিব আল হাসান ও মাহমুদ্দউল্লাহ রিয়াধকে ছাড়াই নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্ট ক্রিকেটে হারাতে সক্ষম হল বাংলাদেশ।

২১ বছর পরে এল সাফল্য। নিউজিল্যান্ডে বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পরে ঘরে-বাইরে এর আগে কিউয়িদের বিরুদ্ধে ১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় অধরাই ছিল বাংলাদেশের। অবশেষে ১৬ নম্বর টেস্টে কাটল খরা, এল জয়।  শুধু তাই নয়, আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকা দেশের মধ্যে কোনও দেশকে এই প্রথম তাদের ঘরের মাঠে হারাল বাংলাদেশ।

আরও পড়ুন:সৌরভের পর এবার করোনা আক্রান্ত কন্যা সানা