Ranji Trophy: করোনার কারণে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি, টুইট করে জানাল বিসিসিআই

0
3

করোনার (Corona) কারণে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি( Ranji Trophy)। মঙ্গলবার টুইট করে এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। করোনার থাবায় জর্জরিত গোটা দেশ। আর এর জেরে কঠিন সিদ্ধান্ত নিল বিসিসিআই। মঙ্গলবার টুইট করে আসন্ন রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি ও উইমেন্স সিনিয়র টি-২০ লিগকে স্থগিত করার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এই তিনটি টুর্নামেন্ট।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইট করে জানান হয়,” মঙ্গলবার বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রঞ্জি ট্রফি, সি কে নাইডু ট্রফি এবং মেয়েদের টি-২০ লিগ স্থগিত রাখা হল। সারা দেশে যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাপোর্ট-স্টাফদের স্বাস্থ্য আগে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে এই প্রতিযোগিতাগুলি শুরু করা সম্ভব হবে।”

গত বছরও করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফি। চলতি বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা।

আরও পড়ুন:Sc EastBengal: কোচ বদলেও জয় অধরা ইস্টবেঙ্গলের, মঙ্গলবার বিএফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের