অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলবেন নোভাক জোকোভিচ( Novak Djokovic)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। শারীরিক পরীক্ষার পর জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারকা এই টেনিস খেলোয়াড়। তবে করোনার টিকা নিয়েছেন কিনা তা এখনও খোলাসা করেননি জোকার। ১৭ জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন।
এদিন জোকার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,” সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এই বিরতিতে আমি আমার পরিবার-পরিজনদের সঙ্গে খুবই ভাল সময় কাটিয়েছি। আজ মেডিক্যাল ছাড় পাওয়ার সুবাদে আমি অস্ট্রেলিয়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ২০২২-র জন্য প্রস্তুত।”
জোকোভিচ করোনার টিকা নিয়েছেন কিনা তা জানতে চাওয়া হলে, তা জানাতে চাননি জোকার। এরপরেই জল্পনা তৈরি হয় তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে। টিকা না নিয়ে থাকলে তাঁকে অস্ট্রেলিয়ায় ঢুকতে নাও দেওয়া হতে পারে বলে জানা যায়। তবে অবশেষে মাঝামঝি জায়গায় পৌঁছে বিশেষ মেডিক্যাল ছাড়ের সুবাদে জকোভিচ বছরের প্রথম মেজরে খেলবেন। তবে জোকোভিচকে ছাড় দিলেও সবার ক্ষেত্রে যে এটা প্রযোজ্য হবে না তা আগেভাগেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টিলি। একমাত্র বিশেষ কারণ থাকলে, স্বাধীন কমিটি দ্বারা তা যাচাইয়ের পরেই কাউকে এই বিশেষ মেডিক্যাল ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:Atk Mohunbagan: হায়দরাবাদ ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান কোচ