এবার করোনায়( Corona) আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ( Laxmi Ratan Shukla)। শরীরে মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করা হয় লক্ষ্মীর। তাতে রিপোর্ট পজেটিভ আসে তাঁর। তার পর থেকে একটি আলাদা ঘরে কোয়ারেন্টাইনে রয়েছেন লক্ষ্মী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা। এদিন তিনি বলেন “জ্বর রয়েছে। তবে বাড়িতেই আছি।”

এদিকে করোনায় আক্রান্ত সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সোমবার রাতে করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁর। সূত্রের খবর, উপসর্গ বেশি থাকায়, জ্বর থাকায় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে তাঁকে।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ












































































































































