রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দ্রুত ছাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। আপাতত গঙ্গাসাগর মেলা বাতিল হচ্ছে না বলেই মঙ্গলবার জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কোভিড বিধিনিষেধ মেনেই হবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলায় যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে তার জন্যও একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গঙ্গাসাগর মেলা নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, গঙ্গাসাগর মেলায় আগত মানুষদের জন্য যথাযথ ব্যবস্থা রাখা হবে। প্রতিবছরের মতই পর্যাপ্ত বাস ও স্টিমারের ব্যবস্থা করব। বাসে সবার জন্যই সিটের ব্যবস্থা থাকবে। এই ঢেউয়ে যদিও অক্সিজেনের চাহিদা তেমন নেই, তাই পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকবে। গঙ্গাসাগর মেলায় যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেকের করোনা টেস্ট করা হবে। বাবুঘাটে ভ্যাকসিন সেন্টারও থাকবে। ভ্যাকসিন না নেওয়া থাকলে, ওই সেন্টার থেকে ভ্যাকসিন নেওয়া যাবে। কোনও পুণ্যার্থী যদি গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়েন, তাঁদের জন্য হোম আইসোলেশনের ব্যবস্থা থাকছে। কলকাতা পুরসভার তরফে কিছু কনসেন্ট্রেটর ক্যাম্প করা হবে। অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও থাকছে। স্থানীয় কয়েকটি হাসপাতালেও কিছু কোভিড বেড থাকবে। কোভিড ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পুণ্যার্থীদের সেখানে পাঠানো হবে। বাবুঘাটে কলকাতা পুরসভার পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করা হচ্ছে।

কলকাতা জুড়ে করোনার বাড়বাড়ন্ত প্রসঙ্গে এদিন মেয়র বলেন, ‘করোনা সচেতনতায় মাইকিং, প্রচার চলছে। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে অবস্থার উন্নতি ঘটবে। ৩ জানুয়ারি কলকাতা-সহ গোটা রাজ্যে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। তাদের টিকাকরণ শেষ হলে ১০ জানুয়ারি থেকে ফ্রন্টলাইনার এবং বয়স্কদের টিকাকরণ শুরু হবে।’
আরও পড়ুন- Akhilesh Yadav: ‘শ্রীকৃষ্ণ স্বপ্নে বলেছেন আমিই রাম–রাজ্য গড়ব’, দাবি অখিলেশ যাদবের



































































































































