করোনার উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই কলকাতা থেকে দুবাইগামী বিমানে ৫ কোভিড পজিটিভ আক্রান্তের হদিশ মিলল।বিমানবন্দর সূত্রের খবর প্রত্যেকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। তাতেই ওই পাঁচ যাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁদের ফের নতুন করে আরটিপিসিআর টেস্টে রিপোর্ট পজিটিভ এলে তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:Arvind Kejriwal: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,রয়েছে মৃদু উপসর্গ
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী ফ্লাইটে (FZ 8094) সরকারি নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হল তাঁদের পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁদের ফের আরটিপিসিআর টেস্ট করানো হয়। পাঁচ ঘণ্টা পরে রিপোর্ট পজিটিভ এলে তাঁদের সকলকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতাল থেকে তাঁদের মধ্যে কয়েকজনকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে। তাঁদের ওপরেও নজরদারি রাখা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
কোভিড মোকাবিলায় রাজ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেখানেই বিমানবন্দরের সকল যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RTPCR টেস্টের ওপর জোর দেওয়ার কথা বলা হয়। জ্যের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। কোনও যাত্রীর টেস্ট রিপোর্ট পজিটিভ এলে দ্রুত পদক্ষেপ করার কথা বলা হয়েছে।আর সেই নির্দেশিকা মেনেই আজ ফের বিমানবন্দরে হদিশ মিলল পাঁচ আক্রান্তের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.