মোদির সভায় লোক ভরাতে সরকারী কর্মীদের চিঠির ফতোয়া

0
1

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় সত্যিই যে ভাঁটা পড়েছে, ফের তার প্রমাণ দিল ত্রিপুরা। আজ মঙ্গলবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী আসছেন। আর ময়দান ভরাতে বিপ্লব দেব যে এতটাই সমস্যায় পড়েছেন, যে সরকারী কর্মীদের চিঠি দিয়ে বলা হয়েছে সকলে যেন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকেন। লেবার কমিশনার বি দাস সোমবার একটি চিঠি দিয়ে শ্রমদফতরের সমস্ত কর্মীবর্গকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আর সে নিয়েই ত্রিপুরার রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর সভায় লোক ভরাতে এমন নির্দেশ বিরল। ত্রিপুরায় বিজেপির বিপ্লব দেবের সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। মানুষ পরিবর্তন চাইছেন। অন্যদিকে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ঠিক কোনখানে এসে দাঁড়িয়েছে তার প্রমান সরকারী এই চিঠি। দলের কর্মীসমর্থক দিয়ে মাঠ ভরানো দায়। তাই সরকারী কর্মীদের চিঠি দিয়ে নির্দেশ দিতে হয়েছে। বিজেপির দেওলিয়াপনার এর থেকে বড় চিত্র আর কি হতে পারে!

আরও পড়ুন- Recruitment: জুট কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জানুন বিস্তারিত